তবুও মাহিয়া মাহি কখনোই হারিয়ে যাননি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে—ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি, নানা বিতর্ক ও ঘটনা তাঁকে রেখেছে সংবাদের শিরোনামে।
তবে এবার আলোচনায় এলো ভিন্ন এক বিষয় নিয়ে। কোনো ঘোষণা ছাড়াই দেশ ছেড়েছেন ঢালিউডের এই নায়িকা। গন্তব্য—যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখলেন মাত্র তিনটি শব্দ, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। ’ ছবির লোকেশনও স্পষ্ট করে জানিয়ে দিল—নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। আর তাতেই বাড়ছে জল্পনা—এই বিদায় কি কেবল ভ্রমণের? নাকি নতুন জীবনের কোনো ইঙ্গিত?
যদিও ভিসা পাওয়া সত্ত্বেও এতদিন যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি বলে জানান মাহি। বললেন, “এইবার একটু সময় করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে আবার যাব।”
তবু তাঁর হঠাৎ এই যাত্রা ঘিরে গুঞ্জনের শেষ নেই।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে পা রাখা মাহি অল্প সময়েই হয়ে ওঠেন দর্শকপ্রিয় মুখ। ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অবতার’, ‘অন্যরকম ভালোবাসা’—পরপর হিট সিনেমা উপহার দিয়ে নিজের জায়গা পাকা করেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।
সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁকে কমই দেখা গেছে। কিন্তু আলোচনার কেন্দ্রে ছিলেন—রাজনীতি, সংসার, মাতৃত্ব, আবার বিতর্ক। আর এবার যুক্তরাষ্ট্রে পাড়ি—যা যেন তাঁর জীবনে আরেকটি নতুন পালা শুরুর বার্তা হয়ে এল।
নিউইয়র্কের আকাশে এখন শুধুই একটিই বাক্য ভাসে—‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ বাকিটা সময়ই বলবে।