আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: লন্ডন বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার প্রত্যাশা, নতুন বাংলাদেশ গঠনে সামনের দিনেও সবাই ঐক্যবদ্ধ থাকবে।
আজ সোমবার (২৩ জুন) বিকেলে গুলশানে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি।
অতীতের আন্দোলনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে খসরু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোট আয়োজনে সব সংশয় কেটে গেছে বলেও দাবি করেন তিনি।
বলেন, নির্বাচনী তফসিল বা সিডিউল ঘোষণার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে, এখান থেকে সরে আসার সুযোগ নাই। দলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
গণফোরামের পর সন্ধ্যায় এনডিএমের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী