বুধবার, ২৫ জুন, ২০২৫
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: প্রায় এক যুগেরও বেশি সময় আগে ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষা বাহিনীর (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের পেছনে তৎকালীন সামরিক নেতৃত্বের ‘নিরুত্তর ভূমিকা’ এবং গোয়েন্দা সংস্থাগুলোর ‘গভীর ব্যর্থতা’ ছিল বলে মনে করছে জাতীয় স্বাধীন অনুসন্ধান কমিশন। কমিশন মনে করে পিলখানা হত্যাকাণ্ড প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।