আজ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ||
৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা দল
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার।
কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দলটি।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না।
আর্জেন্টিনা না আসায় এখন বিশ্বকাপে সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও দুটি দেশ।
স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
১৫ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরুর কথা থাকলেও শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্টের পর্দা উঠবে ১৭ নভেম্বর। এদিকে কাবাডির মূল ভেন্যু পল্টনের কাবাডি স্টেডিয়াম হলেও মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ কাবাডি।