বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক। প্রায়ই কোনো না কোনো বিতর্কিত মন্তব্যকে ঘিরে আলোচনার কেন্দ্রে আসেন তিনি।
এবার কন্যাসন্তান নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন এই তারকা সাংসদ।
কঙ্গনার দাবি, ভারতের প্রভাবশালী পরিবারসহ বলিউডের বড় বড় পরিবারগুলো এখনো মনে মনে পুত্রসন্তানই বেশি পছন্দ করে। দ্বিতীয়বার তারা কন্যাসন্তান আশা করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখুন। বিশেষ করে, দ্বিতীয়বার কন্যাসন্তান হলে বিষয়টি আরও স্পষ্ট বোঝা যায়। হতে পারে কোনো পরিবার খুব উচ্চশিক্ষিত-তারা দেখাতে চান ছেলে-মেয়ে সমান। কিন্তু মেয়ে হওয়ার পরেও তাদের মনে সংশয় কাজ করে। অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই চিত্র দেখা যায়।’
সমাজের বিভিন্ন স্তরে কন্যাসন্তান নিয়ে বিদ্যমান ধারণা নিয়ে কথা বলতে গিয়ে তারকা-সাংসদ কঙ্গনার মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন-একজন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ হয়ে কীভাবে এমন বক্তব্য দিতে পারেন তিনি? অনেকে আবার বলছেন, এই মন্তব্য প্রমাণ করে কঙ্গনা মননে মোটেও প্রগতিশীল নন।
তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন কঙ্গনা। ভারতের কৃষক আন্দোলন নিয়ে আক্রমণাত্মক পোস্ট করার পাঁচ বছর পর সম্প্রতি আদালতে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে।
আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, ‘ভাতিন্দায় এসে আমার খুব ভালো লাগছে। আমার ভক্তরা ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি মাতাজির (বৃদ্ধা) স্বামীকে বিশেষ বার্তা পাঠিয়েছি।’
কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজন ও পরিচালনা করেছেন তিনি। এতে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তলপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, প্রয়াত সৎশ কৌশিক এবং দর্শন পাণ্ডিয়া।