শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে ১৯টি অ-ইউরোপীয় দেশের অভিবাসীদের দাখিল করা সব অভিবাসন আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
নীতিমালায় কী আছে?
নতুন নীতিমালায় এই ১৯টি দেশের বিচারাধীন আবেদনপত্রগুলো স্থগিত করা হয়েছে। এই দেশগুলো থেকে আসা সব অভিবাসীকে ‘একটি পুঙ্খানুপুঙ্খ পুনঃপর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’ প্রয়োজনে তাদের সাক্ষাৎকার বা পুনরায় সাক্ষাৎকার নেওয়া হবে, যাতে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি পুরোপুরি মূল্যায়ন করা যায়।
আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শর্বরী দালাল-ধেইনি বলেছেন, তাদের সংস্থা নাগরিকত্বের শপথ অনুষ্ঠান বাতিল, সাক্ষাৎকার ও ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর ব্যক্তিদের জন্য স্ট্যাটাস সাক্ষাৎকারের সমন্বয় বাতিলের খবর পেয়েছে।
ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই আক্রমণাত্মকভাবে অভিবাসন নীতি প্রয়োগকে অগ্রাধিকার দিয়েছেন। তার প্রশাসন প্রায়শই নির্বাসনের বিষয়টি তুলে ধরেছে, তবে এখন বৈধ অভিবাসন পুনর্গঠনের প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।
এই বিধিনিষেধের ঝড় ইঙ্গিত দেয় যে, জাতীয় নিরাপত্তা রক্ষা ও জো বাইডেনের নীতির জন্য তাকে দোষারোপ করার উদ্দেশ্যে বৈধ অভিবাসনের ওপর জোর দেওয়া হচ্ছে।