শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
ফায়জুল কবির: নিরাপদ সড়ক আন্দোলনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক আকাশ বিভ্রান্তির কালো মেঘে ছেয়ে গেছে, জনজীবন বিপর্যস্ত, চির-বিঘ্নিত নিরাপত্তা আরও বেশি বিঘ্নিত। সড়ক নিরাপত্তার দাবিতে স্বতঃস্ফূর্তভাবে শুরু হওয়া বাচ্চাদের শান্তিপূর্ণ এবং অভূতপূর্ব আন্দোলনটি চোখের পলকে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তোলপাড় করে দিয়েছে দেশটাকে, বিভক্ত করে দিয়েছে দেশের মানুষকে।
এখন চলছে এক ধরনের হতাশা, যন্ত্রণা আর ক্ষোভ। যে আওয়ামীলীগ আমার ভালোবাসা, যে আওয়ামীলীগ ছিলো আমার দল, সেই দলটিকে আমি সিম্পলী হারিয়ে ফেলেছি।
এই দলটির ক্রমাগত অন্যায়, লুটপাট, ব্যাক্তির বাক স্বাধীনতাতে অন্যায় হস্তক্ষেপ, ইনটলারেন্স এগুলো সব কিছু আমার কাছে রিজেনেবল মনে হয়নি এবং এই দলটির ক্রমাগত স্ব-বিরোধী বক্তব্য আমাকে আঘাতে জর্জরিত করেছে।
আইন শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক আচরণ, একে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া, তাকে তুলে নিয়ে যাওয়া, খুন করে নদীতে ভাসিয়ে দেয়া, নির্যাতন এগুলো সীমা ছাড়িয়ে গেছে অন্য যে কোনো সময়ের থেকেও।
এসব ঘটনার পর পর সেটি যেমন করে ডিনাই বা প্রত্যাখ্যান করা হয় সরকারের পক্ষ থেকে, ঠিক একইভাবে সরকার সমর্থকদের কাছ থেকেও এটি প্রত্যাখ্যান করা হয়। সরকারের সমর্থকেরা এমন একটি ভান করেন যেন এই দেশে কিছুই হচ্ছেনা, চারদিকে উন্নতির নহর বয়ে চলছে।
কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগের একজন সমর্থক হবার পরেও আমি এইসব অন্যায়ের সাথে কোনোভাবেই আপোষ করতে পারিনি। আমি কখনোই আশা করিনা বাংলাদেশ ইউরোপিয়ান আদলের দেশ হবে কিন্তু আমি একটা মানবিক রাষ্ট্র চাইতেই পারি?
লেখক: ফায়জুল কবির, প্রবাসি সাংবাদিক ও কলামিষ্ট।