সোমবার, ০১ জুলাই, ২০১৯
খোরশেদ আলম শিকদার, স্টাফ রিপোর্টার: এক বৃদ্ধের কাছ থেকে জোর করে গাড়ি-বাড়ি লিখে নেওয়ার অভিযোগে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মোজাম্মেল হকসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ১৫ নম্বর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটি দায়ের করেন রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী আফরোজা আক্তার আঁখি ।