বঙ্গবন্ধুর স্বৈরশাসনের ভূত শেখ হাসিনার পিঠে উঠেছে!
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
ব্যারিস্টার মঈনুল হোসেন: বঙ্গবন্ধুর স্বৈরশাসনের ভূত আজকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পিঠে উঠেছে। শেখ হাসিনার উচিত এই ভূত তাড়ানো।
নাহলে দেশ বিরাট সঙ্কটে পড়বে। এ মন্তব্য করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন
দেশের বর্তমান শাসনতন্ত্রকে স্বৈরশাসনের “ব্লু প্রিন্ট” , পৃথিবীর কোন দেশে সংসদ বহাল রেখে নির্বাচন হয় না। পাকিস্তান, ভারত, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া কোথাও না। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকার শাসনতন্ত্রকে এমনভাবে পরিবর্তন করেছে যে, সেখানে নির্বাচিত হওয়ার জন্য ভোটের দরকার নাই। জনগণের ভোট ছাড়া এমপি, মন্ত্রী সব হতে পারে। ফলে একটা বড় সঙ্কট সৃষ্টি হয়েছে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর শাসনতন্ত্রকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে, সেটিই এখন সমস্যার সৃষ্টি করছে।
যারা আওয়ামী লীগকে দিয়ে এটি করিয়েছে তারা আওয়ামী লীগের বন্ধু না। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কারণ আওয়ামী লীগ এই অবস্থায় গণতান্ত্রিক পার্টি হিসেবে জীবিত থাকতে পারবে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে গণতান্ত্রিক পার্টি হিসেবে, এই দল গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। কিন্তু আজকে যে শাসনতন্ত্র পরিবর্তন করেছে, এটা একটা স্বৈরশাসনের “ব্ল প্রিন্ট”। ফলে আওয়ামী লীগের যে গণতান্ত্রিক ভাবমূর্তি ছিল সোহরাওয়ার্দী, মানিক মিয়া, বঙ্গবন্ধু গড়ে গিয়েছিল তা ক্ষুন্ন হয়েছে।
এর আগেও বঙ্গবন্ধুকে দিয়ে এমন কাজ করানো হয়েছে যেটা তিনি নিজেও কল্পনা করতে পারেন না। তিনি বিচার বিভাগের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার ক্ষমতা নিয়ে গেলেন, সংবাদপত্রের নিয়ে গেলেন। আজকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পিঠে সে ভূত ওঠেছে। শেখ হাসিনার উচিত এই ভূত তাড়ানো।