তথ্য ও প্রযুক্তি ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহারের পথপ্রদর্শক সাইফুদ্দাহার শহীদ (সাইফ শহীদ) মারা গেছেন। তিনি প্রথম বাংলা বাণিজ্যিক সফটওয়্যার শহীদলিপিরও নির্মাতা।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে স্থানীয় সময় গত রোববার দুপুর ১টায় মারা যান তিনি। সাইফুদ্দাহার শহীদের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কয়েক বছর ধরে আলঝেইমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৯৮৫ সালে ‘শহীদলিপি’ বাজারজাত করেন সাইফুদ্দাহার শহীদ। অ্যাপল ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার থেকে পরবর্তী সময়ে শহীদলিপির জন্য ‘লেজার’ প্রযুক্তির ফন্ট তৈরি করেন তিনি, যা দিয়ে পাক্ষিক তারকালোক, দৈনিক আজাদসহ কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক সাইফুদ্দাহার শহীদ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট ছিলেন। তিনি কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহারের পথপ্রদর্শক।