আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ||
৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৭:২৩ অপরাহ্ন
বিড়ালের নাম শাকিব খান,অপু বিশ্বাস,বুবলী!
শনিবার, ১২ নভেম্বর, ২০২২
কিশোর ফিচার ডেস্ক,সিএনএন বিডি ২৪.কম: বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে বরিশালে প্রথমবারের মতো আড়ম্বরপূর্ণ বিড়াল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে এক প্রভাষকের তিনটি বিড়াল।
চিত্রনায়ক শাকিব খান এবং তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর নামে তিনি এসব বিড়ালের নামকরণ করেন।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই বিড়াল মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নামের ৪০টি বিড়াল নিয়ে প্রাণীপ্রেমীরা অংশগ্রহণ করেন।
জানা গেছে, শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ করা ওই প্রভাষকের নাম মারিয়া। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা তিনি।
শোবিজের আলোচিত এই তিন সেলিব্রেটির নামে বিড়ালের নামকরণ নিয়ে মারিয়া বলেন, তারা অনেকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাদের নামে নামকরণ করেছি। এটাই ট্রেন্ড।
মেলা প্রসঙ্গে আয়োজক ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী একটি ফেসবুক গ্রুপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যেই আমরা ব্যাপক সাড়া পাই। সকলের সম্মতিতে আজকে বরিশালে প্রথম বিড়াল প্রদর্শনীর আয়োজন করেছি।