শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজার থেকে শবনম শারমিন নামে এক সংবাদকর্মীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ বুধবার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সিএনএন বিডি ২৪,কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না।
স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তিনি। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহের পরিচয়ের বিষয়ে ওসি আব্দুর রশিদ জানান, ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে শবনম। তিনি অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্টে কর্মরত ছিলেন। তার স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক।