আজ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ||
১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৩:৪৬ অপরাহ্ন
৪ ফোনে লগইন করা যাবে এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
ফাইল ছবি
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: এখন থেকে হোয়াটসঅ্যাপের একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। মঙ্গলবার থেকে এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান।
এর আগে একই সময়ে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট শুধুমাত্র মোবাইল ও ডেস্কটপে লগইন করা যেত। এবার হোয়াটসঅ্যাপ থেকে উঠে গেছে এই সীমাবদ্ধতা। ফলে এখন থেকে একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও অন্য ডিভাইসে অ্যাপটি অ্যাক্সেস করা যাবে।
আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এই সেবা।
একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিউআর কোড স্ক্যান করে একাধিক ফোনে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।