শনিবার, ২০ মে, ২০২৩
মোঃ মোবারক বিশ্বাস, পাবনা: উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি জন সমাবেশ করেছে। আজ (২০মে) বেলা ১২ টায় পাবনা জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গোপালপুর লাহেড়ী পাড়ায় এ জনসভা অনুষ্ঠিত হয়।