মোঃ মোবারক বিশ্বাস, পাবনা: প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় মোটর সাইকেল রাখাকে কেন্দ্র্র করে ছাত্রলীগ বিশ^বিদ্যালয় শাখার সভাপতি ও সাধারন সম্পাদক গ্রæপের দুই কর্মীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে ধরে পরীক্ষা শেষ হওয়ার পর দুই গ্রæপ সংঘর্ষে জাড়িয়ে পরে। এতে উভয় গ্রæপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্ত্রিতি নিয়ন্ত্রন করেন।
তবে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর দাবী বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে কোন গ্রæপিং নেই।