স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ২০২২ সালটা মেহেদি হাসান মিরাজের জন্য দুর্দান্ত কেটেছে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এই অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
যার পুরস্কার হিসেবে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন মিরাজ। এবার আইসিসির বিশেষ ক্যাপ বুঝে পেলেন এই অলরাউন্ডার।
আজ সোমবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আইসিসি থেকে ক্যাপ বুঝে পাওয়ার একটি ছবি পোস্ট করেন মিরাজ। পোস্টের ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন,‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য। ’
মিরাজ বাদেও ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে জায়গা পেয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার। এর মধ্যে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক পাকিস্তানি তারকা বাবর আজম।