রবিবার, ২৮ মে, ২০২৩
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরখান এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আজ রবিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকার ওই ভবনের পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম।