রাষ্ট্রপরিচালনার সব ক্ষেত্রে সরকার ব্যর্থ , দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে
রবিবার, ২৮ মে, ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: সরকার দিশেহারা হয়ে গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৮ মে) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, রাষ্ট্রপরিচালনার সব ক্ষেত্রে এই অবৈধ সরকার ব্যর্থ। তাই, দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে।
তিনি বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেপ্তার করে গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।
এ সময় রাজধানীর একটি হোটেল থেকে আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।