আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ||
৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:২৫ অপরাহ্ন
সাংবাদিক আজাদ তালুকদার আর নেই
বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩
সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি:ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার। বুধবার ভোররাতে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তাকে চট্টগ্রামে নেয়া হয়েছে। দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাজা হয়। বিকেলে তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
মাত্র ৪৫ বছর বয়সেই থেমে গেলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে গত ২০শে জুলাই রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোররাত ৩টা ৪৫মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংবাদিক।
খবর পেয়ে ভোরে স্বজন ও সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। অষ্টম শ্রেণি পড়–য়া অর্ক তালুকদার সাংবাদিক আজাদ তালুকদারের একমাত্র ছেলে। আজাদ তালুকদারের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী রেহেনা বেগম রানু।
জানাজা ও দাফনের জন্য আজাদ তালুকদারের দেহ চট্টগ্রামে নেয়া হয়েছে। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায়।
১৯৯৫ সাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে সাংবাদিকতা করে আসছেন আজাদ তালুকদার। তিনি বৈশাখী টেলিভিশন, একাত্তর টিভি, একুশে টিভি, দৈনিক সকালের খবর ও সাপ্তাহিক দুই হাজার পত্রিকায় কাজ করেছেন। চট্টগ্রাম ভিত্তিক গণমাধ্যম ‘একুশে পত্রিকার’ সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিককতার পাশাপাশি সমাজকর্মেও যুক্ত ছিলেন আজাদ তালুকদার। করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এর মাধ্যমে করোনা আক্রান্ত বহু রোগীর সেবা প্রদানের ব্যবস্থা করেছেন।
আজাদ তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু সতীর্থ শুভাকাঙ্খী আজাদ তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।