আজ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ||
১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৫:৪৮ পূর্বাহ্ন
চিরঘুমে একই পরিবারের ৫ জন
শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। শনিবার সকালে রাজ্যের লখনৌয়ের আনন্দনগর রেল কলোনি এলাকায় এ দুর্ঘটনার সময় নিহতরা সবাই ঘুমিয়ে ছিলেন।
পুলিশ জানিয়েছে, সকালের দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়লে সবাই চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচ সদস্য মারা যায়।
নিহতরা হলেন- সতীশ (৪৪), তার স্ত্রী সরোজিনী দেবী (৩৫), তাদের তিন সন্তান হর্ষিত (১৩), হর্ষিতা (১০) ও অংশ (৫)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আলমবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা শিবশঙ্কর মহাদেবন জানান, ওই পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে দিকে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও দমকল বাহিনী নিহতদের লাশ উদ্ধার করে। কেন ছাদ ভেঙে পড়ল তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।