সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, বিএনপির মিডিয়া সেলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন। সকালে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।