আজ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ||
২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০২:১১ অপরাহ্ন
ছয় ধাপে স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকা
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: দেশে স্বর্ণের দাম দফায় দফায় কমছে। গত ২১ এপ্রিল শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম।
এরপর ২৩ এপ্রিল থেকে দাম কমা শুরু হয়। টানা ছয় দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম সাত হাজার ৯৬৭ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দফায় দফায় দাম বেড়ে গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর ২৩ এপ্রিল থেকে কমতে শুরু করে। আজ সোমবার কমেছে ষষ্ঠ ধাপে।
এদিন বিকেল ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১১ হাজার ৪৬১ টাকায় দাঁড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা।
এ ছাড়া গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, গত বুধবার (২৪ এপ্রিল) এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং গত মঙ্গলবার (২৩ এপ্রিল) এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা।