আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ||
৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:২৩ অপরাহ্ন
নাফিস ইকবাল হাসপাতালে ভর্তি
সোমবার, ০৮ জুলাই, ২০২৪
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বিশ্বকাপ মিশন শেষ করে বিশ্রামের রয়েছে ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল।
মাইনর স্ট্রোক করেছেন তিনি।
আজ শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে নাফিসকে।
জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় আনা হয়েছে তাকে।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নাফিসের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু।
পোস্টে তিনি লিখেছেন, তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।