আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ||
৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন
স্বস্তির বৃষ্টিতে সিক্ত শহর
রবিবার, ১১ আগস্ট, ২০২৪
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাতভর বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আজ শুক্রবার সরকারি ছুটির দিন সকালেও সেই বৃষ্টি অব্যাহত আছে।
এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিতে সৃষ্টি হওয়া ঠান্ডা পরিবেশ। এতে ভ্যাপসা গরম কিছুটা কমে স্বস্তি ফিরেছে।
রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়, তবে এর মধ্যে কখনও কখনও আবার মুষলধারেও বৃষ্টি হয়েছে। পানি জমেছে কোনো কোনো সড়ক–গলিতে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও বেশ বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ছুটির দিন হওয়ায় বৃষ্টি তেমন একটা ভোগান্তি না আনলেও রাজধানীতে অতি প্রয়োজনে যারা বের হয়েছেন সকালে, তাদের কিছুটা হলেও ভিজতে হয়েছে পানিতে।
বৃষ্টি যে হতে পারে সেই পূর্বাভাস অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায়ই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।