মাগুরায় তার বাড়ির পাশে পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শেখ হাসিনা পদত্যাগের আগ পর্যন্ত তথ্য ছিল, আগামী ১২ আগস্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে পরবর্তীতে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তবে, সরকার পতনের কারণে তার দলে যোগ দেওয়া নিয়ে সন্দিহান ভক্তদের অনেকে। প্রশ্ন উঠেছে আদৌ অনুশীলনে যোগ দেবেন তো সাকিব?
কারণ ক্রিকেটারের পাশাপাশি আওয়ামী লিগের সংসদ সদস্য তিনি। যেভাবে দেশ ছেড়ে পালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা, তাতে সাকিবের জন্য দেশে ফেরাটাই হবে বড় চ্যালেঞ্জ- এমনটা মনে করছেন নেটিজেনরা। আর ফিরলেও দর্শকরা কিভাবে গ্রহণ করে, সেটাও বড় প্রশ্ন।
অনেকের মতে জাতীয় দলের জার্সিতে আর নাও দেখা যেতে পারে সাকিবকে। অবশ্য বিষয়টিকে অবাঞ্ছনীয় বলার সুযোগ নেই। কারণ সাম্প্রতিক ইস্যুতে ছাত্রদের পক্ষে কোনো পোস্ট বা সমর্থন না দেওয়ায় তার ওপর বেশ ক্ষুব্ধ সমর্থকরাও। এমনকি কদিন আগে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার সময়ও দর্শকদের তোপের মুখে পড়েছিলেন তিনি।
এদিকে, শুধু সাকিব নয় আরেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কোথায় আছেন তিনি, সেই বিষয়েও এখনো কিছু জানা যায়নি।