বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০২৪
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার জন্য বিভিন্ন সামরিক বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।