শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪
সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ১৯৭১ সালে আলাদা হয়ে যাওয়া দেশ দুটোর মধ্যে সম্পর্ক আগামীতে আরও গভীর হবে।