আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ||
৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৮:০৫ অপরাহ্ন
রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদের পরিচয় খেলোয়াড় : সুজন
রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: সরকার পতনের প্রভাব পড়েছে চারিদিকে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে।
বাদ যায়নি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় নাম এই ক্লাবটি। যা গড়ে ওঠে শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের হাত ধরে।
আবাহনী ক্লাবের সঙ্গে খালেদ মাহমুদ সুজনের নিবিড় ঘনিষ্ঠতা। ক্লাবটির ক্রিকেট দলের কোচিং করিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সুজন। বিধ্বস্ত আবাহনী ক্লাব দেখতে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সেখানে গিয়েছিলেন সুজন। তার মনে হয়েছে, খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত না।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘এমন না যে দেশে নতুন করে পট পরিবর্তন হয়েছে। এর আগেও তো হয়েছে। মোহামমেডান বলতে বিএনপি বোঝায়, আবাহনী বলতে আওয়ামী লীগ বোঝায়। আওয়ামী লীগের সময় কি মোহামেডান ক্রিকেট-ফুটবল খেলেনি? এটা তো ঠিক না। আমি মনে করি খেলার মধ্যে রাজনীতি ওভাবে চিন্তা করাটাই ঠিক না।’
রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদের পরিচয় খেলোয়াড়, এমনটিই জানান সুজন। পাশাপাশি কেন আবাহনীর ট্রফি ভাঙা হলো, সেটি তার বোধগম্য হয়নি বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
সুজন যোগ করেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা খেলোয়াড়। সবাই তো রাজনীতি করে না। ক্লাব ভেঙেছে, ঠিক আছে। ট্রফিগুলো কেন নিয়ে গেল, এটি কারও বোধগম্য নয়। এই ট্রফির সঙ্গে সবার আবেগ জড়িয়ে আছে। এটি নিয়ে কারও কোনো লাভ হবে না। এমন নয় যে, ট্রফিগুলো স্বর্ণের।’