ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। ’
এদিকে, এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। যদিও ঘটনাটি সংঘটিত হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল। ঠিক ওই সময়টাতে, মানে ২০১৫ সালের এপ্রিলে এই মামলার অন্যতম আসামি অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় ছিলেন নেপালে!
ভিডিও বার্তায় এ বিষয়ে জয় বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে—২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।’
এমন মামলার আসামি হয়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়। তার ভাষায়, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনও কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারও সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কারণ হিসাবে জয় গণমাধ্যমকে জানান, মূলত এক সমন্বয়কের পরামর্শে তিনি ভিডিও বার্তায় ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন।