স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পর অনেকটাই উজ্জীবিত নাজমুল হোসেন শান্তর দল।
যদিও বৃষ্টির বাধায় টস ছাড়াই প্রথম দিনের খেলা হয়েছে পরিত্যক্ত। তাই দ্বিতীয় দিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ শনিবার (৩১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের স্বাদ নেয় শান্তরা। দ্বিতীয় টেস্টেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উদগ্রীব মুশফিক-সাকিবরা।
গত ২৪ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশের সামনেই এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এবারও রেকর্ড পক্ষে না থাকলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। গত ২৪ বছরে ১৪৩টি টেস্ট খেলে মাত্র ২০টিতে জয় এবং ১০৫টি হেরেছে টাইগাররা। ১০টি টেস্ট সিরিজ জয় আছে তাদের।
মোট ৬০টি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে জয় এবং নয়টিতে ড্র এবং ৪৮টি সিরিজ হেরেছে তারা। পরিসংখ্যান অনুযায়ী প্রথম ম্যাচে জয় পাওয়া সিরিজের মধ্যে তিনটি টেস্ট সিরিজই জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথম টেস্টে জয় পাওয়া সিরিজের মধ্যে সাতটি টেস্ট সিরিজ ড্রও করেছে তারা। শেষবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।