বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু (৫০) পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পাবনা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন।
নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে মাদক ব্যবসা নিয়ে মধু এবং মঞ্জু মহেন্দ্রপুরের বাসিন্দা মাদক স¤্রাট ক্রস ফায়ারে নিহত আব্দুর রহমানের ছেলে স¤্রাটকে মারপিট করে। এ ঘটনায় আজ সকালে স¤্রাট মিমাংসার কথা বলে ও সকালে নাস্তা করার জন্য হোটেলে ডেকে নিয়ে যায়। হোটেলের সামনে পৌঁছামাত্র স¤্রাটের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ছুরিকাঘাত করলে মধু এবং মঞ্জু দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুত্বর অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি রওশন আলী হত্যার কথা স্বীকার করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ দিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।