মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: সরকারের পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হলেও তাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোনো কোম্পানির হিসাবের লেনদেন অবরুদ্ধ বা বন্ধ করা হয়নি বলে এক ব্যাখ্যায় স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।
আর্থিক খাতের গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরকার পতনের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে।