বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। যদিও অনেক দিন হলো পর্দায় দেখা নেই তার।
তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। মিষ্টি লুকে ছবি দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিম।
সম্প্রতি ইনস্টাগ্রামে ৫টি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে ‘হাউ টু লেট গো’ গানের লিরিক্স শেয়ার করে মিম লিখেছেন, ‘আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি। ’
ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েচে সবুজ রংয়ের একটি স্লিভলেস গাউন। গলায় পরেছেন নিজের নাম লেখা একটি চেইন। কানে ছোট রিং কানের দুল আর নো মেকআপ লুকে বেশ লাস্যময়ী রূপেই নিজের ফোন ক্যামেরায় পোজ দিয়েছেন এই নায়িকা।
আবেদনময়ী লুক আর মিষ্টি হাসিতে ভক্তদের মনে ঝড় তুলেছেন মিম। কমেন্টবক্সে অভিনেত্রীর রূপের প্রশংসায় মেতেছেন তার ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, ‘তুমি যেন রূপের সাগর, নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ। তুমি খুব সুন্দর, তোমার ছবিগুলো দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি।’
মিমের এক ভক্ত লেখেন, ‘সৃষ্টিকর্তা চাঁদের আলো দিয়ে বানিয়েছেন তোমাকে। তিনি তোমর চোখকে তারা দিয়ে তৈরি করেছেন এবং সূর্য দিয়ে উষ্ণতাকে পাগল করেছেন।’