আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: সাড়ে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরুর কথা রয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলনে গত পহেলা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
ছাত্র-জনতার আন্দোলন রুখতে আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে পতিত হাসিনা সরকার। এরপর গত ১২ সেপ্টেম্বর নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।