এম এ সগির, র্কোট রিপোর্টার: এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া মিশকাত আহমেদ নামে আরও একজনের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের নির্দেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। এ ছাড়া অন্য যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন—সাইফুল আলমের পুত্র আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, ওসমান গণি ও মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম এবং অজ্ঞাত মিশকাত আহমেদ।
নথি থেকে জানা গেছে, দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচার সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এস আলম গ্রুপের সাইফুল আলম ও তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচার করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত অভিযোগটি দুদকে অনুসন্ধান চলমান।
এতে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বিদেশে অর্থপাচার সংক্রান্তে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।