আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: ঢাকা অঞ্চলের ৬ জেলায় ভোটার স্থানান্তর হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছেন ঢাকা জেলায়, ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন।
আর সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছেন মানিকগঞ্জে, ১৪ হাজার ৪৬৭ জন।
ঢাকার প্রায় ৫ লাখ ভোটারের ঠিকানা পরিবর্তন, কেন?
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মাহবুবা মমতা হেনার সই করা এক হিসাব বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
হিসাব বিবরণী থেকে জানা যায়, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা জেলায়, ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন। গাজীপুরে ১ লাখ ৩০ হাজার ৩০৩ জন। আর সবচেয়ে কম হয়েছে মানিকগঞ্জে, ১৪ হাজার ৪৬৭ জন।
এছাড়া মুন্সিগঞ্জে ভোটার স্থানান্তর হয়েছে ২১ হাজার ৩৮২ জন, নারায়ণগঞ্জে ৭৩ হাজার ৬৯১ জন। নরসিংদীতে ১৮ হাজার ৯৫৪ জন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, দেশে সবচেয়ে বেশি ভাসমান ভোটার ঢাকা বিভাগে। যেখানে ভাসমান ভোটার বেশি থাকবে, সেখানে ভোটার স্থানান্তরের সংখ্যাও বেশি হবে।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তবে হালনাগাদ কার্যক্রমের বাইরেও অনেকে ভোটার হয়েছেন। এক্ষেত্রে বর্তমানে প্রকৃত ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।