নিজস্ব প্রতিনিধি,বগুড়া : বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ ও একই এলাকার আপেল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে জানান, দুই যুবক মোটরসাইকেলে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া এলাকায় বিপরীতমুখী বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন মারা যান।
তিনি আরও জানান, দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।