পিছিয়ে নেই শোবিজ তারকারাও। এবার সেই পালে গা ভাসালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যদিও এখন শরতের বিদায় ঘন্টা বাজছে। তবুও শরৎকালের এই শেষ বেলায় কাশফুলের মায়ায় জড়ালেন অভিনেত্রী।
গত ২৫ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশফুল বনের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিশা। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে। ’
ওই ছবিগুলোতে দেখা যায়, কাশফুলের মাঝে বাঙালি সাজে লুকে ধরা দিয়েছেন তিশা। এ দিন লাল শাড়ি পরেছিলেন তিনি। খোলা চুল, কানে ছোট দুল, চোখে কাজল, আর কপালে লাল টিপে একবারে স্নিগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার রূপে মুগ্ধ ভক্তরাও। হালকা মেকআপে লাস্যময়ী রূপে ক্যামেরায় পোজ দিয়েছেন তিশা।