বয়স ৪০ পেরোলেও এই বয়সে কেমন জীবনসঙ্গী চান তিনি, সেটি নিয়েও হচ্ছে চর্চা।
তবে তার আগে জানা দরকার, বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়েই সংসার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।
প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। মাঝে অনেক ঝড়ঝাপ্টা গেলেও সেসবকে পাত্তা না দিয়ে মেয়েকে নিয়ে বেশ সুখেই জীবন পাড়ি দিচ্ছেন বাঁধন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে তার কন্যাসন্তান সায়রা।
কিন্তু দাম্পত্য কোলাহল যেন পিছুই ছাড়ছিল না বাঁধনের। অবশেষে ২০১৪ সালের ১০ আগস্ট বিবাহিত জীবনের ইতি টানেন তারা।
বিয়ের পর থেকে এখন পর্যন্ত সিঙ্গেলই আছেন বাঁধন। কিন্তু হঠাৎ অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মায়ের কাছে একটি স্পেশাল আবদার করেন সায়রা।
মেয়ের আবদার—মায়ের জীবনে নতুন কেউ আসুক। এর পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী।
সম্প্রতি চারদিক ছড়িয়ে পড়েছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন বাঁধন। বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন না অভিনেত্রীও। তিনি জানান, পথচলার একজন সঙ্গী হতেই পারে।
পাশাপাশি কেমন জীবনসঙ্গী চান এটাও জানিয়েছেন বাঁধন।
এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আমাকে আমার মতো গ্রহণ করবে, এমন মানসিকতা থাকাটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে। তবে এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ
প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন বাঁধন। সিনেমা ও ওটিটিকে প্রাধান্য দিয়েই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যেতে চান অভিনেত্রী।