ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: ডলারের মান শক্তিশালী হতে থাকায় বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। এখন যে দামে স্বর্ণে কেনাবেচা হচ্ছে, তা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্ববাজারে স্বর্ণের প্রতি আউন্সের দাম এখন দুই হাজার ৫৯৮ ডলারে পৌছেছে।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, আজ মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স (এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ৫৯৭ দশমিক ৯১ ডলার। যা দেশীয় মুদ্রায় ৩ লাখ ১০ হাজার ৮১৪ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৬৪ পয়সা)। স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য মতে, স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ। গত ২০ সেপ্টেম্বরের পর আজ মঙ্গলবার প্রথম এই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন এবং তার ফলাফল ডলারের মানের জন্য ইতিবাচক বয়ে এনেছে। স্বর্ণের দাম কমার রহস্য লুকিয়ে আছে ডলারের মান শক্তিশালী হওয়ার মধ্যে। অপরদিকে ডলারের মান বাড়ছে বিটকয়েনের দামের প্রভাবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। প্রতিদিনই রেকর্ড ভাঙছে এর দাম। বর্তমানে এটি ৯০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা সর্বোচ্চ রেকর্ড।
বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম কমছে, এতে যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম কমে যেতে পারে, এমনটিই প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিক, গত বৃহস্পতিবার স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই হিসেব, গত শুক্রবার থেকে এখন পর্ষন্ত ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বেচাকেনা হচ্ছে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়। পাশাপাশি তখন থেকে এখন পর্ষন্ত ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৩৯৮টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ১৬০ টাকায় বেচাকেনা হচ্ছে।