অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত : প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।
দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কত দ্রুত হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর। ’
প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন ‘দ্রুত ঐকমত্য’ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে।