শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২২ নভেম্বর) মার্কিন সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা আসবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন।