শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিমাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ওরফে রিজু মাষ্টার মোঃ আশেক উল্লাহ্র জমিতে লাগানো ৫লক্ষ টাকার গাছ কর্তন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারোঘরিয়া মিল চাতাল চত্বরে নির্যতিত নিপীড়িত ভূক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আশেক উল্লাহ্ সংবাদ সম্মেলন করেন এবং তিনি লিখিত বক্তব্য পাঠ কালে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত।