আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ||
২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৩:০৫ পূর্বাহ্ন
৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
আজ বুধবার (২৭ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি।
সে সিদ্ধান্ত অনুসারে আরও ১০ হাজার ৬৩৮ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করল পিএসসি। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।