আজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ||
২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০২:৩৩ পূর্বাহ্ন
টি-টেন লিগে আবারও হারের মুখ দেখল বাংলা টাইগার্স
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:আবুধাবি টি-টেন লিগে আবারও হারের মুখ দেখল বাংলা টাইগার্স। সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি জয়ের কাছাকাছিও যেতে পারেনি।
আজ বুধবার (২৭ নভেম্বর) আজমান বোল্টের কাছে বাংলা টাইগার্স হেরেছে ৩১ রানে। পাঁচ ম্যাচে সাকিবদের এটি তৃতীয় হার।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় বাংলা টাইগার্স। সাকিবের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেননি বোলারা। ১০ ওভারে তুলতে পেরেছেন প্রতিপক্ষের মাত্র এক উইকেট। অন্যদিকে, আজমান বোল্টস রান তোলে ১৩৩।
৩০ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস। ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম। আজমান বোল্টের একমাত্র উইকেটটি নেন সাকিব। ওপেনার শেভন দানিয়েল ১৮ বলে ২৭ রান করে লেগবিফোর হন সাকিবের বলে।
রান তাড়ায় দাঁড়াতে পারেননি বাংলা টাইগার্সের কেউই। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে। ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। দলের বাকিরা খুব একটা সুবিধাজনক সংগ্রহ করতে না পারায় ১০ ওভারে ছয় উইকেটে ১০২ রানে থামতে হয় বাংলা টাইগার্সকে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আট নম্বরে আছে সাকিবের দল।