বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার রাতে আকস্মিকভাবে জারির কয়েক ঘণ্টা পর আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোরে সামরিক আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
সিউল থেকে এএফপি জানায়, এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর ইউন সুক ইওল বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন।