স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ওপেনিং জুটিতে প্রথমবার একশ রান ছোঁয়ার দিনে ১৭০ রানের লক্ষ্যটা ‘ছোট’ হয়ে এসেছিল। দৃষ্টিসীমায় জয় ছাড়া আর কিছুই ছিল না।
১১.১ ওভারে বিনা উইকেটে ১০০ রান তোলা বাংলাদেশ তারপরও পৌঁছাতে পারেনি জয়ের বন্দরে। একের পর এক ক্যাচ ছাড়ার পরও লড়াইয়ে ছিল আয়ারল্যান্ড, সেটি টাইগ্রেস মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া আইরিশ মেয়েরা সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে তুলে নিয়েছে অভাবনীয় জয়।
বাংলাদেশকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেছে গ্যাবি লুইসের দল। ব্যাটিং সহায়ক উইকেটে ‘সহজ জয়’ হাতছাড়ার আক্ষেপে পুড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। ১৭০ রানের লক্ষ্যে শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে স্বাগতিকরা। ৪১ বলে ৪৯ রান করেন দিলারা আক্তার।
ওপেনিং জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৮১ রান। রুমানা আহমেদ ও আয়শা রহমান শুকতারা সাউথ আফ্রিকা সফরে করেছিলেন ২০১৩ সালে। সে রেকর্ড ভেঙে প্রথমবার একশর সীমানায় পৌঁছান দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। ৩৫ বলে ৪৬ রান করে সোবহানা যখন আউট হন, বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ১০৩ রান।
৮ ওভারে ৬৭ রানের সহজ সমীকরণ মেলাতে পারেনি দল। ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা শারমিন আক্তার সুপ্তা ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকলেও অন্যপাশে কেউ হাল ধরতে পারেননি।
ওয়ানডেতে ধুঁকে টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং উপহার দেয় আয়ারল্যান্ডের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ গড়ে সফরকারী দল।
আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের ৪২ বলে ৬০ ও লিহ পলের ৪৫ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস নিগার সুলতানা জ্যোতির দলকে চ্যালেঞ্জ জানায়।
শুরুতে ব্রেক থ্রু এনে দিলেও সবচেয়ে বেশি রান বিলিয়েছেন অফস্পিনার জান্নাতুল সুমনা। ৬ বছর পর বাংলাদেশ দলে ফিরে অ্যামি হান্টারকে বোল্ড করেন দারুণ এক টার্নে। তবে ৪ ওভারে দেন ৪০ রান।
বরাবরের মতোই কিপটে ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারে ২০ রানে নেন একটি উইকেট।
মিরপুরে ওয়ানডে সিরিজে তিন ম্যাচের একটিতেও সুযোগ না পাওয়া জাহানারা আলম সুবিধা করতে পারেননি। অভিজ্ঞ পেসার একটি উইকেট নিলেও দিয়েছেন ৪ ওভারে ৩৫ রান।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ তিন লেগ স্পিনার নিয়ে খেললেও রাবেয়া, ফাহিমা কাউকেই সুযোগ দেয়া হয়নি টি-টুয়েন্টিতে। আইরিশ দুই ব্যাটারের আগ্রাসী ইনিংসে রানের পাহাড় গড়া হয়ে যায় সফরকারীদের।