পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা
শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪
মোঃ মোবারক বিশ্বাস : জালছায় মারামারি ঠেকাতে গিয়ে লাশ হতে হয়েছে মেধাবি ছাত্র শিমুল মালিথা (২০)কে। সে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর মালিথা পাড়ার শাহিন মালিথার ছেলে।
এবারে এইচএসসি পরিক্ষায় জিপিএ ফাইভ পেয়ে শিমুল উত্তির্ন হন।
নিহতের স্বজনেরা জানায়, শুক্রবার রাত ৭টার দিকে শিমুল মালিথা তার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের জন্য পাশ^বর্তি গ্রামের আমবাগান জামে মসজিদের ইসলামী জালছায় যায়। এ সময় সেখানে কয়েকজন যুবক মারামারি করছিল। নিহত শিমুল তাদের মারামারি ঠেকাতে গেলে তাকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে। পরে বুকে পিঠে বিভিন্ন যায়গায় ছুরিকাঘাত করে। শিমুলকে আমংকাজনক উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি ইনচার্য আব্দুল ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত শিমুল মালিথা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
নিহত শিমুল পাবনা জেলা স্কুল থেকে ২০২২ সালে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরিক্ষায় উত্তির্ন হন এবং এবারে এইচএসসি পরিক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তির্ন হন। শিমুল লেখাপড়ার পাশাপাশি একটি মুদিদোকান দিয়ে ব্যবসা করতেন। নিহতের স্বজনেরা শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। ৪ ভাইবোনের মধ্যে শিমুল ২য় ছিলেন। গত ২ বছর আগে শিমুল ভালবেসে বিয়ে করে। তার ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শিমুলের মৃত্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী শিক্ষার্থী শিমুলের অকাল মৃত্য কেউ মেনে নিতে পারছে না।