স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৯ রানে পিছিয়ে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে আজ শনিবার (৭ ডিসেম্বর) পাঁচ উইকেটে ১২৮ রান তুলেছে ভারত।
অ্যাডিলেড ওভালে আজ শেষ হয়েছে বোর্ডার-গাভাস্কা ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
গোলাপি বলের এই টেস্টে প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ১৮০ রানে। জবাবে আজ অসিরা থামে ৩৩৭ রানে। নেয় ১৫৭ রানের লিড। ইনিংসে স্বাগতিক অসিদের পক্ষে সেঞ্চুরি তুলে নেন ট্রাভিস হেড। ১৪১ বলে ১৭টি চার ও চারটি ছক্কায় খেলেন ১৪০ রানের চমৎকার এক ইনিংস। যেটি অস্ট্রেলিয়াকে গড়ে দয়ে লিড নেওয়ার ভিত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান আসে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে।
ভারতের পক্ষে প্রথম ইনিংসে বল হাতে চারটি করে উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১২ রানে পতন ঘটে প্রথম উইকেটের। সাত রান করে প্যাট কামিন্সের শিকার হন লোকেশ রাহুল। আরেক ওপেনার যশস্বী জাইসওয়াল স্কট বোল্যান্ডের শিকারে পরিণত হওয়ার আগে করেন ২৪ রান। শুভমান গিল বিদায় নেন ২৮ রানে। তাকে বোল্ড করেন মিচেল স্টার্ক। বিরাট কোহলির ব্যাটও হাসেনি। বোল্যান্ডের বলে আউট হওয়ার আগে কোহলি করেন ১১ রান। ছয় রান করে কামিন্সের বলে বোল্ড হন রোহিত শর্মা।
আগামীকাল ভারতের হয়ে ব্যাটিংয়ে নামবেন ঋষভ পন্ত ও নিতিশ কুমার রেড্ডি। পন্ত ২৮ ও নিতিশ ১৫ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে এখন পর্যন্ত দুটি করে উইকেট নেন কামিন্স ও বোল্যান্ড। স্টার্ক পান একটি।