স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ মিটিয়ে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরলেন তামিম।
তবে, ২২ গজে ফিরলেও প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
চলতি বছরের মে মাসে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি এ ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাই চালিয়ে যান অনুশীলন।
আজ বুধবার (১১ ডিসেম্বর) এনসিএল দিয়ে মাঠে ফেরেন তামিম। রংপুরের বিপক্ষে এদিন এক ছক্কা ও এক চারে ১০ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এই আসরে চারটি থেকে পাঁচটি ম্যাচ খেলার কথা তামিমের। তামিমের ব্যর্থতার ইনিংসে খুব ভালো করতে পারেননি তার সতীর্থরাও। চট্টগ্রাম ২০ ওভারে করতে পারে কেবল ১৩২ রান।
বিপিএলে ঠিক আগের আসরেই তামিমের নেতৃত্ব বরিশাল হয়েছে চ্যাম্পিয়ন। নিজেও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল এই ব্যাটার এবারও খেলবেন বরিশালের হয়ে। বিপিএলে সবমিলিয়ে ১০৪ ম্যাচে ব্যাটার তামিম ৩৭.৬০ গড়ে ৩৪২২ রান করেছেন। ২৮ ফিফটির তামিমের রয়েছে দুই বিপিএল সেঞ্চুরিও।
এদিকে, বড় তামিম ব্যর্থ হলেও ব্যাট হাতে আস্থার প্রমাণ দিয়েছেন ছোট তামিম। রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামেন সম্প্রতি যুব এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক আজিজুল তামিম। ব্যাট করতে নেমেই দারুণ ফিফটি হাঁকান তিনি। ৩১ বলে তার ব্যাট থেকে আসে ৫৩ রান।